Homeগল্পনীলনয়না

নীলনয়না

নীলনয়না

লেখকঃ সাঈদা নাঈম

“সাঈদা নাঈম” লেখকের অন্য লেখাগুলো পড়তে লিংকে ক্লিক করুন

শরীফা বিছানায় শুয়ে আছে। ঘুম আসছে না। প্রচন্ড গরমে গা ঘেমে একাকার। স্বামী থাকে চট্টগ্রাম ব্যবসার কারণে। মাসে সুযোগ পেলে একবার দুবার আসে। বিয়ে হয়েছে এখনও এক বছর হয়নি।

এখানে ও ছাড়াও সঙ্গে থাকে শ্বাশুড়ি ও এক দেবর। শরীফা প্রায়ই ওর ঘরের দরজায় ঘটঘট শব্দ শুনতে পায়। ও শুনেও না শোনার ভান করে চুপ হয়ে থাকে।

কিন্তু এখন যে গরম! তাই দরজা জানালা খুলে শুয়েছে। ঘরের লাইট বন্ধ, বাইরে থেকে যতটুকু আলো আসছে তাতে জিনিসপত্র ঠিকমতো দেখা যায় না। পানির বোতলটা সামনে এনে রাখলো।
এ পাশ ও পাশ করতে করতে শরীফার প্রায় ঘুমভাব। এমন সময় দরজায় শব্দ হলো। দরজা তো খোলা। কে ঢুকলো রুমে! চোখ খুলল, কিছু দেখতে পেলো না। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়লো। ডানপাশে কাত হয়ে শরীফা শুয়ে আছে। এমন সময় পেছন থেকে একটি হাত ওকে জড়িয়ে ধরলো। শরীফা তো হতভম্ব! সাথে ভয়। কে দেখার জন্য পাশ ফিরতে চাইলো কিন্তু ব্যর্থ হলো। দুইহাত দিয়ে শরীফাকে জোর করে ধরে রেখেছে। খারাপ কিছু যে করতে চাইছে সেটা বোঝাই যাচ্ছে। কোনোভাবে শরীফা পাশটা ঘুরতে পেরেছে। অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না তবে শরীফার চোখ দুটি জ্বলজ্বল করছে। নীলনয়না শরীফা অগ্নিদৃষ্টিতে তাকালো। লোকটি নীল আলীর আভা দেখে দৌড়ে বের হয়ে গেল।

পরদিন সকালে শ্বাশুড়ির কান্নাকাটিতে ঘুম ভেঙে গেল।

শরীফার দেবরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর চোখ দুটো যেন কোটোর থেকে বের হতে চাচ্ছে, গোঙাচ্ছে। এমন অবস্থায় শ্বাশুড়িকে শরীফা বলল পাশের বাড়ির চাচাকে নিয়ে হাসপাতালে যেতে, অবস্থা খুবই খারাপ।

সেই রাতে কি তাহলে শরীফার দেবর ছিল! শরীফা কিছু করেনি, করেছো ওর নীল চোখ। কী আছে নীল চোখে! কোনো অলৌকিক শক্তি!

বাংলা সাহিত্য - www.BrandBangla.org
বাংলা সাহিত্য - www.BrandBangla.orghttps://www.brandbangla.org
আমাদের ওয়েবসাইটটি দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular