তৌফিক মিথুন – TOWFIK MITHUN
লেখক পরিচিতি
তৌফিক মিথুন, জন্ম ২৫ জুলাই ১৯৮৬, ফরিদপুরের কুমার নদের তীরের ছোট্ট গ্রাম গুহ লক্ষীপুরে। বাংলা ভাষার পাঠকপ্রিয় তরুণ কথাসাহিত্যিকদের অন্যতম তিনি। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। পিতা নওশাদুল লতিফ এবং মাতা ফিরোজা আক্তারের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।
জন্মস্থান ফরিদপুর হলেও এই কথাসাহিত্যিকের শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে। সেই থেকেই হয়তো পাহাড় আর সমুদ্রের প্রতি প্রেম। প্রকৃতির নিবিড় সানিধ্যে বেড়ে উঠার কারনেই হয়তো তাঁর লেখায় প্রকৃতি আপনাতেই সুন্দর করে ধরা দেয়।
লেখালেখির শুরু ছোট বেলা থেকেই। স্কুল ম্যাগাজিন, পত্রিকা, সাময়িকী, সাহিত্য সংকলনগুলোতে লিখে চলেছেন দীর্ঘদিন। তবে প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। লেখকের ভাষায় বই প্রকাশের যে সাহস লাগে, সেটা সঞ্চয় করতেই সময় লেগেছে এতগুলো দিন। একটা বই যেহেতু আজীবনের সৃষ্টি, তাই এটিতে তাড়াহুড়ো করতে চাননি তিনি। তবে প্রথম বই প্রেত প্রকাশের মাধ্যমে তিনি এই অপেক্ষার প্রতিদান পেয়েছেন। ভৌতিক ছোট গল্পের বই 'প্রেত' পেয়েছে অকল্পনীয় পাঠকপ্রিয়তা। তথাকথিত ভৌতিক রহস্য গল্পের বাইরে এ যেন ভিন্ন কিছু। ভালো লেখা পেলে পাঠক যে নবীন একজন লেখককেও মূল্যায়ন করে, সেটা এই বইয়ের মাধ্যমেই প্রমানিত হয়েছে আরেকবার।
'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস। প্রকাশিত একক গ্রন্থের পাশাপাশি, তাঁর সম্পাদনায়ও এসেছে বেশ কিছু সাহিত্য সংকলন। যার প্রায় সবগুলোই পেয়েছে জনপ্রিয়তা। যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী জনপ্রিয় লেখকদের পাশাপাশি সুযোগ পেয়েছে অসংখ্য তরুণ মেধাবী লেখক। নিজে তরুণ একজন হয়েও অন্যদের কথা ভুলেননি তিনি। 'দশে মিলে করি কাজ' নীতিতে বিশ্বাসী তৌফিক মিথুন সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান অনেকদূর।
বইয়ের তালিকা
কবিতা
গল্প
- একাই একশো – ২০২১
- আমাদের পাপ্পু ভাই – ২০২১
উপন্যাস
- মহাপুরুষ – ২০১৯
- মায়া – ২০২০
- ফাঁসিকাষ্ঠে জীবনানন্দ – ২০২৩
ভৌতিক
- প্রেত – ২০১৯
- ভয় – ২০২০
- প্রেত-২ – ২০২০
- অলৌকিক – ২০২১
- জালাল মুন্সী – ২০২২
- অতিলৌকিক – ২০২৩
পুরস্কার
দেশের বিভিন্ন সাহিত্য পুরষ্কারের পাশাপাশি ২০২৩ এর জানুয়ারিতে ভারতের কলকাতা থেকে পেয়েছেন হেমপ্রভা বন্দ্যোপাধ্যায় সাহিত্য পুরষ্কার। যারা দুই বাংলার সমকালীন লেখালেখির খোঁজ খবর রাখেন, তারা জানেন, তরুণ লেখকদের কাছে এই পুরষ্কারটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। দুই বাংলার অসংখ্য গুণী লেখকদের মধ্য থেকে তিনি তাঁর ‘মায়া’ উপন্যাসের জন্য এই পুরষ্কার অর্জন করেন।