Home কবিতা তোর অপেক্ষায়

তোর অপেক্ষায়

তোর অপেক্ষায়

লেখকঃ তানিয়া সুলতানা মিতা

আমার একলা সকাল, একলা দুপুর
একলা থাকার খামখেয়ালী।

ভেবেছিলাম ভালোই হলো
নিজেই নিজের জ্বালবো আলো।
যাকগে সব চুঁকেবুকে
ভালোবাসা নাইবা হলো।

সেদিন অফিস থেকে ফেরার পথে
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়,
কে যেনো ঠিক তোরই মতো
হাত বাড়িয়ে ডাকছে আমায়।
কাছে যেতেই হারিয়ে গেলো
সবটা যেনো এলোমেলো।

ছুটির রাতে মুভির মুডে
বারান্দাটা খোলাই রাখি,
উইন্ডচাইমের টুংটাং এতে
বাজে তোরই যেনো পদধ্বনি।

স্বপ্নেতে তুই রোজই আসিস
আদরগুলো অঙ্গে মাখিস,
সকাল বেলা কপালেতে
আলতো করে চুমুও আঁকিস।

এমনি করে যায় কি বাঁচা?
তুই ছাড়া মোর শূন্য খাঁচা।
তবু আমি শরৎ মেঘে স্বপ্ন সাজাই
পারিস যদি,আসিস ফিরে এই বুকের ডেরায়।।

Exit mobile version