Homeকবিতাক্লান্ত আমি

ক্লান্ত আমি

ক্লান্ত আমি

লেখকঃ শিলু জামান

একটা গোধুলীবেলা তুমি আর আমি
সমুদ্রের বালুচরে বসে আছি
সাগর কিনারে দর্শনার্থীর ভীড়
কপোত কপোতিরা হেটে যায় জলস্রোতে
আমরা নিশ্চুপ বসে বালুর স্তুপে
আচমকা তোমার স্পর্শ মনে হলো
ঘুরে দেখি স্তুপে ফোটা নীল ফুলটা
আমার খোঁপায় পরিয়ে দিয়েছো।

কিছুটা হলেও তুমি আমায় এখনো ভালোবাসো
কিছুটা বলছি কেন? পুরোটাই হয়তো বাসো
তোমার নির্মল অবয়বে তারই প্রকাশ
তুমি জানো তোমার সান্নিধ্য আমার বরাবরই প্রিয়
সন্ধ্যা নেমে এলো আকাশে
সূর্যটা অস্ত যাবে এবার
তুমি আমায় ডেকে বল্লে
দেখো সূর্যটা ডুবে যাচ্ছে।

আমি পাগলের মতো হেসে
তোমায় কি বল্লাম?
আরে ধ্যাত সূর্য কখনো ডুবে নাকি
পৃথিবীটাই সূর্যটাকে আড়াল করে দিলো
ঠিক যেমন তুমি আমাকে মনের আড়াল করে রেখেছো?
তুমি কিছু বল্লে না আমায় দেখছো
ভাবছো তোমার মতো হয়তো বদলে গেছি
হয়তো বয়োবৃদ্ধ আমায় বদলেছে
বদলায়নি মনের ইচ্ছেগুলো।

রাত গভীর হতে চলেছে
কপোতীরা রুমে ফিরছে
ঠান্ডায় আমি জড়োসড়ো
তোমার গায়ের চাদরে আমায় জড়ালে
ক্লান্ত অবসন্ন শরীর আমার
নুয়ে পড়লো তোমার কাঁধে
তুমি আমায় মাথায় হাত বুলিয়ে দিলে
সেই আগেরই মতো করে।

এখনো কি বলবে তুমি ভালোবাসো না?
তাই যদি হয় তাহলে আমি চাইনা
আমার সমস্ত ভালোবাসা, আমার অস্তিত্ব
এই সাগরের গভীরে শেষ করে দাও?
আমি নিশ্চিহ্ন হয়ে যাই এই পৃথিবী থেকে!!

বাংলা সাহিত্য - www.BrandBangla.org
বাংলা সাহিত্য - www.BrandBangla.orghttps://www.brandbangla.org
আমাদের ওয়েবসাইটটি দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular