একটা তুমি
লেখকঃ শিলু জামান
যার চোখে বিশ্বাসের ছায়া দেখি
রোদমাখা ক্লান্ত পথে এই আমি,
খুঁজে ফিরি শৈশবের ধুলোমাখা স্মৃতি ,
না বলা কথা কথামালার ফুলঝুড়ি,
উঠোনে উঠোনে এলোমেলো হাওয়ার সাথে,
নিত্য যে ছুটে চলার দুষ্টুমির স্মৃতি,
বড় ক্লান্ত মনে হয় একা পথের এই আমাকে।
কত পথ হেঁটে গেলে পাবো সেই ঠিকানা,
যেখানে মেঘে মেঘে হয় বৃষ্টির খেলা,
একটা শীতল বৃষ্টির ছোঁয়ায় ভরে যায় সেই ছোট্টবেলা।
একটা তুমি চাই, যে তুমিতে মিশে থাকবে আমার সকল স্মৃতি।
বসন্ত বাতাসের মতো সুগন্ধি ছড়াবে
প্রতি পলেতে পলেতে,
আকাশে উঠবে ভরা পূর্ণিমা
কোকিলের সুরে মিষ্টি গানে সুধাবে
তোমার আমার সুখকর স্মৃতির পাতা।
হবে কি আমার একটা তুমি?
আবীর রাঙানো এই বিকেলের সঙ্গী হবে?
সপ্ত রঙে আঁকিয়ে দেবে জীবনের এই পথটা,
হেঁটে হেঁটে পাড়ি দেবো হাতে হাত ধরি,
একটুখানি ছুঁয়ে দেবে নীলাভ মাখা আকাশখানি,
তাইতো বলি হবে কি আমার একটা তুমি?
জেগে থাকি তোমার জন্য দিবানিশী
কখনো চাইনি যেতে তোমার বৃত্তের বাইরে,
নিজেকে সমর্পণে ঠেলে দেই বারবার
শুধু একটা তুমি কে পাবো বলে।
হবেই যদি কারো, তাহলে আমি নই কেন?
আসতে তো নেই কাঁটা তারের বেড়া
নেই দু-পায়ে লোহার শেকল
শিশির জড়ানো দুর্বাঘাসের সবুজ পথে
আছে স্মৃতিমাখা শৈশবের ভালোবাসা মাখামাখি
এসোই না চলে উন্মুক্ত এই পথে
যে পথে হেঁটেছি তুমি আমি সারাক্ষণ।