Home কবিতা অনুভবের অণু পরমাণু

অনুভবের অণু পরমাণু

অনুভবের অণু পরমাণু

লেখকঃ সাঈদা নাঈম

অনুভব আর অনুধাবনের ভেতরে
নিঃসঙ্গতার দুয়ার প্রান্তে,
মাতাল সৌরভের শিখায়
যে আছে দাঁড়িয়ে
দুহাত বাড়িয়ে।
আছে সে বৈভবে সকল কলরবে।
নিরবধি মিশে আছে অস্থির ভেতরে।

অনুচ্চারিত শব্দের স্তব্ধতা
আজ আর করে না বিদ্ধ।
আমৃত্যু আচ্ছন্নতায় উৎক্ষিপ্ত মন
অচিন্তনীয় নতুন প্রারম্ভে মগ্ন।
সত্তায় নাচে সমর্পিত জীবন।

অণু পরমাণু ভরা দিন যাপন
বিস্ময়ের উল্লাসে মিশে থাকে নিঃশ্বাসে
অন্ধকার দূর করে বিন্দু বিন্দু আলো দিয়ে।

Exit mobile version