স্বপ্নিল আশা
লেখকঃ তানিয়া সুলতানা মিতা
ওই যে দূরে মাঠ, মাঠ পেরুলেই নদী,
নদীর পরে বন।
বৃষ্টি সেথায় ইচ্ছে হলে মনের সুখে ঝরে,
রামধনুরা সাতটি রঙে সাজে বারে বারে।
শাপলা শালুক বুকে নিয়ে হাসে দীঘির জল,
কাঠবেড়ালি দুষটু ভারি করে নানান ছল।
মেঘ দেখলে ময়ূরেরা নাচে পেখম মেলে,
সন্ধ্যে হলেই জোনাকিরা লুকোচুরি খেলে।
খোলা হাওয়া শরীর জুড়ে আদর ছুঁয়ে যায়,
অবাক করা জোছনা এসে স্বপ্ন বুনে যায়।
ঝরা ফুলের শয্যা জুড়ে ভালোবাসার ওম,
ব্যর্থ মনে যায় পালিয়ে দুঃস্বপ্নের যম।
ঐখানেতে বাঁধবো আমি একটি সুখের ঘর,
সঙ্গে যাবি? নেবো তোকে, থাকবি জীবন ভর।।