Home কবিতা যৌবনের সময় শেষ

যৌবনের সময় শেষ

যৌবনের সময় শেষ

লেখকঃ বৃষ্টি মাসুদ

বার্ধক্য এসে কড়া নাড়ে স্মৃতির জানালায়,
খুলে কি দেখেছো সে কি বলতে চায়।
দেখো জীবনের অনেক প্রাপ্তি তবু্ও অপূর্ণতা
স্মৃতিরাও কেঁদে ফেরে নিভৃতে নিরালায় একা।

স্মৃতিরা আজ প্রশ্ন করে, কি পেয়ে সুখি ছিলে
ভালবাসার ঝুলন দোলা নাকি দুঃখে ভাসানো ভেলা?
এক্সফউত্তরে বললাম হেসে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া
দুঃখের মাঝে সুখ খুঁজেছি জীবনের বাঁকে বাঁকে,
ভালবাসার ঝুলন দোলা সেতো
পেয়েছি প্রিয়ার বাহু ডোরে।

স্মৃতির প্রশ্নগুলো আবারো বেশী ভাবায়,
কখনও কি ডুবেছো হৃদয়ের উষ্ণতায়?
বললাম স্বলাজ হেসে,চোখে চোখ রেখে,
হৃদয়ের উষ্ণতা তো প্রেম ধরে রাখে,
মিলনের সুরের চেয়ে তো আমায় বিরহ বেশী টানে।

স্মৃতিগুলো হাতটি ধরে নিয়ে যায় বহুদূর
চন্দ্রিমার আলোয় যেথা জাগিয়েছিল প্রেমের উন্মেষ।
স্মৃতির পাতায় আঁকা প্রিয় মুখখানা
কুহু কুজনে ছিলো সুখের ঘরগড়া
বন্ধু বিহনে আজ শুধু আনে বিবর্নতা।

স্মৃতির হাত ধরে জীবন খাতা খুলি
কি পেয়েছি কি পাবোনা একা ভেবে মরি,
ধুলোট জমানো পথ মাড়িয়ে বাড়ি ফিরে
দেখি সে পথ সরে গেছে
যৌবনের সময় শেষ তো।

Exit mobile version