Homeকবিতামেঘের কাছে আর্জি

মেঘের কাছে আর্জি

মেঘের কাছে আর্জি

লেখকঃ শিলু জামান

মেঘ তুমি অঝোর ধারায় ঝরছো বেখেয়ালে,
একটু থামো তোমায় দেখি সূর্যের আড়ালে,
বৃষ্টি ভরা এই দুপুরে তোমার গর্জনে
একলা পাখি নীড় খোঁজে সবুজ অরণ্যে।

সঙ্গী হারা পথিক সে, পায় না খুঁজে নীড়
কষ্ট দেখে চড়ুই পাখি করছে সেথা ভীড়।
চড়ুই থাকেন অট্টালিকায় বড়োই সুখ স্বাচ্ছন্দে
কষ্ট করে বাঁধেনা বাসা থাকে অশেষ আনন্দে।

রোদ বৃষ্টি ঝড় ঝাপটা কিছুই পড়েনা গায়েতে
নেচে গেয়ে কাটায় বেলা সুখের নায়েতে।

পথ খোঁজা পথিক বেশে পায়না খুঁজে পথ
কষ্ট বুকে জড়িয়ে নিলো গন্তব্যেটুকু যত।

পাখনা দুখান ক্লান্তি শেষে একটু বিরাম চায়
ক্ষুধার্থ পেট খাবার খুঁজে কিছুই নাহি পায়।

বৃষ্টি ঝরা বাদল দিনে তাইতো উপোস থাকা
সঙ্গী বিহীন জীবনটা যে আনন্দেতে ফাঁকা।

বাংলা সাহিত্য - www.BrandBangla.org
বাংলা সাহিত্য - www.BrandBangla.orghttps://www.brandbangla.org
আমাদের ওয়েবসাইটটি দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular